নিউজিল্যান্ডের সবচে বড়ো শহর অকল্যান্ডে কর্তৃপক্ষ নগরের বাসিন্দাদেরকে ইংরেজি, মাওরি এবং তৃতীয় আরো একটি ভাষায় কথা বলতে উৎসাহিত করছে।
কাউন্সিল নিয়ন্ত্রিত একটি সংস্থা কমেটের উদ্যোগে এই প্রচারণা চালানো হচ্ছে।তাদের উদ্দেশ্য, ১৪ লাখ অধিবাসীই যাতে নিউজিল্যান্ডের জাতীয় ভাষা মাওরিতে কথা বলায় পারদর্শী হয়ে উঠেন।
রেডিও নিউজিল্যান্ডের বরাত দিয়ে এই খবরটি দিয়েছে বিবিসি মনিটরিং।
বর্তমানে অকল্যান্ডের মাত্র ২.৩ শতাংশ অধিবাসী মাওরিতে কথা বলেন যা দেশটির যেকোনো শহরের তুলনায় সর্বনিম্ন।
এই শহরের ১০ লাখেরও বেশি মানুষ শুধু ইংরেজিতেই কথা বলে থাকেন।
বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যরা এই শহরে বসবাস করায় প্রায় চার লাখ অধিবাসী ইতোমধ্যেই দুটো ভাষায় কথা বলছেন।
অকল্যান্ডবাসীদের ৪০ শতাংশই দেশের বাইরে জন্মগ্রহণ করেছেন এবং তাদের বেশিরভাগই ইংরেজিতে কথা বলতে পছন্দ করেন।
কমেটের প্রধান নির্বাহী সুজান ওয়ারেন বলেছেন, “সবাই মনে করেন যে এক ভাষায় কথা বলা একটি সাধারণ ঘটনা। কিন্তু বর্তমানে আমরা যে পৃথিবীতে বসবাস করছি তাতে ওই ধারণা আর সত্য নয়।”
তিনি বলেন, এই শহরের বাসিন্দারা ১৬০টি ভাষায় কথা বলছে।
স্থানীয় বিশেষজ্ঞদের ধারণা “জাতীয় মাওরি ভাষাকে জনপ্রিয় করার জন্যেই এই উদ্যোগ এবং এটা করা খুবই জরুরি। কারণ তরুণ প্রজন্ম মাওরির পরিবর্তে ইংরেজি ভাষাকেই বেশি ব্যবহার করছে।”bbc
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন