ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে বাংলাদেশে দু’জন বিরোধী নেতার ফাঁসির সমালোচনা করে পাকিস্তানের বিবৃতির পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঢাকায় পাকিস্তানি হাই কমিশনারকে তলব করার পর এখন বাংলাদেশি হাই কমিশনারকে ডেকে পাঠানো হলো।পাকিস্তানের ওই বিবৃতিতে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছিলো।
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ বলে মনে করে পাকিস্তান।
পাকিস্তানের ওই বিবৃতির একটি জবাব দিয়েছিলো বাংলাদেশ যেখানে বলা হয় যে যুদ্ধাপরাধের বিচার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এবিষয়ে পাকিস্তানসহ কোনো দেশেরই নাক গলানো গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশর কূটনীতিকে ডেকে পাঠিয়ে পাকিস্তান আজ ওই বিবৃতিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।
পাকিস্তান সরকার বলেছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুদ্ধাপরাধের সাথে পাকিস্তানের জড়িত থাকার যেসব কথা বলা হচ্ছে সেটাও তারা প্রত্যাখ্যান করছে।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের সাথে ভাতৃসুলভ আচরণ গড়ে তোলার জন্যে পাকিস্তানের তীব্র ইচ্ছা সত্বেও বাংলাদেশ সরকার যে পাকিস্তানকে হেয় করছে সেটা অত্যন্ত দুঃখজনক।
“দুদেশের জনগণ এই সম্পর্ককে আরো জোরদার করতে চায় কিন্তু বাংলাদেশ সরকার জনগণের এই ইচ্ছাকেও সম্মান করছে না বলে মনে হচ্ছে।”
বিবৃতিতে বলা হয়, দক্ষিণ এশিয়ায় মুসলমানদের জন্যে ভিন্ন একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় দুদেশের জনগণ যে ভূমিকা পালন করেছে সেটা মনে রাখা খুবই জরুরি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন