মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

আওয়ামী লীগ ও বিএনপির দাবি নাকচ নির্বাচন কমিশনের

 
                               
বাংলাদেশে আসন্ন পৌরসভা নির্বাচনের প্রচারণায় এমপিদের অংশগ্রহণের সুযোগ ও নির্বাচন পেছানোর দাবি নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন।
বিরোধী দল বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন পেছানোর দাবি জানিয়ে আসছিলো। আর সরকারি দল আওয়ামী লীগ ও জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টির দাবি ছিলো নির্বাচনী প্রচারণায় সংসদ সদস্যদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন আজ এক বৈঠকে এই দুটো দাবি নাকচ করে দিয়েছে।
বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ আজ সাংবাদিকদেরকে তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
আগামী ৩০শে ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বিবিসি বাংলাকে বলেছেন, স্থানীয় সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। সেই হিসেবে নির্বাচন পেছানো হলে তা হবে আইনের লঙ্ঘন।
নির্বাচনী প্রচারণায় এমপিদের অংশগ্রহণের ব্যাপারে তিনি বলেন, বর্তমান বিধিমালায় এই সুযোগ নেই। এছাড়াও তারা এই আইনে কোনো পরিবর্তন আনতে চান না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন