মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

প্যারিস সম্মেলন হতে পারে একটি ‘টার্নিং পয়েন্ট’

 
   
                 প্যারিস সম্মেলনে বক্তব্য রাখছেন বারাক ওবামা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ভবিষ্যতে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণে যে বৈশ্বিক উদ্যোগ তাতে এবারের প্যারিস সম্মেলন হতে পারে একটি ‘টার্নিং পয়েন্ট’।
গতকালই প্যারিসে শুরু হয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক এই সম্মেলন।
এতে বিশ্বনেতাদের বক্তব্যে বৈশ্বিক উষ্ণতাকে একটি জরুরী হুমকি হিসেবে বর্ণনা করা হয়।
যেসব দেশ খরা এবং সমুদ্রপৃষ্ঠ বেড়ে জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কায় রয়েছে সেসব দেশের নেতারা বিপর্যয় এড়াতে জরুরী ব্যবস্থা গ্রহণের দাবী তোলেন সম্মেলনের প্রথম দিনে।
বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে কি করার আছে তা ঠিক করতে বারো দিন ধরে এই সম্মেলনে দরকষাকষি করবেন বিশ্বনেতারা।
অবশ্য এ ব্যাপারে চুক্তি হলে তার ব্যয় ঠিক কিভাবে ভাগাভাগি করে নেবে দেশগুলো তা এখনো স্পষ্ট নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন