বেলজিয়ামে পুলিশ সন্ত্রাস-বিরোধী অভিযান চালিয়ে অন্তত ১৬ জনকে আটক করেছে তবে প্যারিসে হামলার সাথে জড়িত বলে সন্দেহভাজন সালাহ আবদেস্লামকে তারা এখনও খুঁজে পায়নি।
কর্তৃপক্ষ বলছে, রাজধানী ব্রাসেলস ও চারলেরয় শহরে রবিবার ২২টির মতো অভিযান চালানো হয়েছে। কিন্তু এসব অভিযানে কোনো ধরনের অস্ত্র বা বিস্ফোরক পাওয়া যায়নি।‘যেকোনো সময় শহরে হামলা হতে পারে’ এই আশঙ্কায় রাজধানীতে এখনও চূড়ান্ত সতর্কাবস্থা জারি রয়েছে। গত কয়েকদিন ধরেই এই অবস্থা চলছে ব্রাসেলসে।
আজ সোমবারও বিশ্ববিদ্যালয়, স্কুল ও পাতাল রেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কর্মকর্তাদের আশঙ্কা, ব্রাসেলসেও প্যারিস স্টাইলে হামলা চালানো হতে পারে।
বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এসব আশঙ্কা করা হচ্ছে।
শহরের রাস্তায় সৈন্যরা টহল দিচ্ছে। দোকান পাট, শপিং মল, কফি শপ এসবও গত দু’তিন দিন ধরে বন্ধ। রাস্তা ঘাট জনশূন্যই বলা চলে।
ধারণা করা হয়, সালাহ আবদেস্লাম প্যারিসে হামলা চালিয়ে বেলজিয়ামে ফিরে এসে এখন ব্রাসেলসে অবস্থান করছে। মনে করা হচ্ছে শহরের কোথাও লুকিয়ে আছেন তিনি।
প্রায় দেড় সপ্তাহ আগে প্যারিসে চালানো হামলায় ১৩০ জন নিহত এবং ৩৫০ জনেরও বেশি আহত হয়।
শহরের বাসিন্দারা বলছেন, নিরাপত্তা ব্যবস্থার কারণে রাজধানী ব্রাসেলস গত কয়েকদিন ধরে কার্যত অচল।
বেলজিয়ান প্রধানমন্ত্রী বলেছেন, শহরটি যাতে খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে সেজন্যেই এসব অভিযান চালানো হচ্ছে।
সালাহ আবদেস্লামের বন্ধুরাও বলেছেন যে তিনি এখনও ব্রাসেলসেই আছেন এবং সেখান থেকে সিরিয়ায় চলে যাওয়ার চেষ্টা করছেন।
তার বন্ধুরা বিবিসিকে বলেছেন, সালাহ আবেদস্লামের সাথে তাদের স্কাইপে কথা হয়েছে।
ফরাসী সরকার বলছে, প্যারিসের ওপর হামলার পরিকল্পনা করা হয়েছে সিরিয়া থেকে কিন্তু ওই হামলা চালানো হয়েছে বেলজিয়াম থেকে। bbc
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন