সোমবার, ২ নভেম্বর, ২০১৫

কেন দীপনের হত্যাকারীদের বিচার চান না তার পিতা

    publisher_faisal_arefin_dipan                 ফয়সাল আরেফিন দীপন                

বাংলােদশের ঢাকায় গতকাল ধারালো অস্ত্রধারীদের আক্রমণে নিহত প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের পিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম ফজলুল হক হত্যাকাণ্ডের পর থেকেই বলে আসছেন তিনি তার সন্তানের হত্যাকারীদের বিচার চান না।
আজ ফয়সাল আরেফিন দীপনের মৃতদেহ কবর দিয়ে আসার পর বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশের জাতীয় জীবনের সমস্যা এত গভীর যে সাধারণ জেল-ফাঁসির বিচারে কিছু হবে না।
বিবিসি বাংলার মিজানুর রহমান খানকে দেয়া সাক্ষাৎকারে মি. হক ব্ বলেন তার মতে বিপরীতমুখী দুই রাজনীীতই দেশকে 'সর্বনাশের দিকে' ঠেলে দিচ্ছে।
কেন তিনি এই হত্যার বিচার চান না - এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে এখন এক পক্ষ ধর্মনিরপেক্ষতার দাবীদার - আরেক পক্ষ রাষ্ট্রধর্ম ইসলামের দাবীদার। দুই পক্ষের রাজনীতিই দেশকে সর্বনাশের দিকে নিচ্ছে।
publisher_faisal_arefin_dipan
                 হত্যাকান্ডের দায় স্বীকার করে আনসার আল-ইসলামের বার্তা
"এ ক্ষেত্রে শুভবুদ্ধির উদয় দরকার। এবং তা যদি হয় তাহলেই আমার ছেলেও হত্যাকান্ডের বিচার হবে।
তিনি তার ছেলের হত্যাকান্ডের বিচারের ব্যাপারে বলেন, আদালতে ফাঁসি বা জেল দিয়ে যে বিচার - তার ওপর তার আস্থা নেই।
"আমাদের জাতীয় জীবনের সমস্যা এত গভীর যে শুধু জেল-জুলুম বিচার-ফাঁসি এগুলো দিয়ে কিছু হবে না।"
"অল্প কিছু লোক প্রধমে শুভবুদ্ধি-বিবেক নিয়ে দাঁড়ান, সব প্রতিকুলতা, রাজনৈতিক প্রতিকুলতা - মোকাবিলা করেন, ক্ষয়ক্ষতি স্বীকার করে দাঁড়ান। তার থেকে পরে গণজাগরণ ঘটে।"
মি. হক বলেন, বাংলাদেশে এবং অনেক দেশে যে রাজনীতি চলছে তা ক্ষমতার রাজনীতি, ভোটের রাজনীতি। "নতুন রাজনীতি দেখা না দেয়া পর্যন্ত যেরকম চলছে তেমনি চলবে।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন