সোমবার, ২ নভেম্বর, ২০১৫

সিনাই বিমান দুর্ঘটনা: আইএসের দাবী প্রত্যাখ্যান

 
    sinai crash                 মিশরের সিনাই উপদ্বীপে রুশ বিমানটি বিধ্বস্ত হয় শনিবার   
             
মিশরের সিনাই উপদ্বীপে একটি রুশ বিমান বিধ্বস্ত হয়ে ২২৪ জনের মৃত্যুর ঘটনায় একটি তদন্ত এখন চলছে।
মিশরের প্রধানমন্ত্রী বলেছেন, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হবার সম্ভাবনা খুব বেশি এবং দুর্ঘটনার দায়িত্ব স্বীকার করে ইসলামিক স্টেট জঙ্গিদের একটি দাবীও তিনি প্রত্যাখ্যান করেছেন।
তবে আরো তথ্য পাওয়ার আগ পর্যন্ত এমিরেটস, এয়ার ফ্রান্স এবং লুফতহানসা সিনাই উপদ্বীপের ওপর দিয়ে উড্ডয়ন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটির ব্ল্যাক বক্স তারা খুঁজে পেয়েছেন এবং বিশ্লেষণের জন্য বিশেষজ্ঞদের কাছে সেটি পাঠানো হয়েছে।
শনিবার অবকাশযাপন কেন্দ্র শার্ম এল-শেখ থেকে রাশিয়ার সেন্ট পিটাসবার্গের উদ্দেশ্যে উড্ডয়নের কিছুক্ষণ পরেই এয়ারবাস এ-৩২১ বিমানটি বিধ্বস্ত হয়
মিশরের বেসামরিক বিমান চলাচল মন্ত্রী হোসাম কামাল বলেছেন, বিধ্বস্ত হবার আগে বিমানটিতে কোন সমস্যার ইঙ্গিত পাওয়া যায়নি। তবে এর আগে কিছু প্রতিবেদনে বলা হয়েছিল বিমানটির পাইলট জরুরী অবতরণের অনুরোধ করেছিলেন। bbc

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন