শাহবাগে তল্লাশি চৌকিতে ছবি তোলার সময় এক সাংবাদিককে মারধর করেছেন মাতাল এক শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, যার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ প্রধান জানিয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড়ে ‘প্রেস’ লেখা একটি মোটর সাইকেলে থাকা দুই আরোহীকে তল্লাশির জন্য থামায় পুলিশ।
এ সময় সেখানে থাকা এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নূরে আলম ছবি তুলতে গেলে তাকে মারধর করেন মোটরসাইকেলের দুই আরোহী।
এ সময় পুলিশ এগিয়ে গেলে তাদের ওপরও চড়াও হন তারা। পরে দুজনকে ধরে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
শাহবাগের ওসি আবু বকর সিদ্দিক বলেন, “দুজনের পরিচয় যাচাই করে দেখেছি। একজন সাভার থানায় নিয়োজিত শিক্ষানবিশ এএসপি মশিউর রহমান। আরেকজন সাবেক ছাত্রলীগ নেতা খায়রুল বাশার।”
তাদের মধ্যে একজন ‘একটু বেশি মাতাল’ ছিলেন বলে জানান ওসি।
তিনি বলেন, থানায় একটি সাধারণ ডায়েরি করে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গেলে শাহবাগের ঘটনা নিয়ে তার দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। মন্ত্রী তার সঙ্গে থাকা পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হককে এর উত্তর দিতে বলেন।
শহীদুল হক বলেন, “ঢাকা জেলার পুলিশ সুপারকে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
bdnews24
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন