সময়ের কন্ঠস্বর- বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছেন ঋত্বিক রোশন ও জ্যাকুলিন ফার্নান্দেজ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তারা ঢাকায় এসে পৌঁছান। সকালে বিমানবন্দরে নেমে যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে বলিউডের এ তারকা চলে যান মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। দুপুরের পর মঞ্চে উঠে নাচের দলের সঙ্গে মহড়ায় অংশ নেন বলিউডের এ সুপারস্টার।
প্রথমবারের মতো বাংলাদেশ সফর। নতুন দর্শকদের সামনে নাচবেন বলিউডের হার্টথ্রব নায়ক হৃতিক রোশন। তার সঙ্গে থাকবেন লংকান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজও। শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। তবে রাত নটায় স্টেজে উঠবেন হৃতিক-জ্যাকুলিন। বাংলাদেশে টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল। এর তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে রাত ৯টায় মঞ্চে উঠার কথা রয়েছে ঋত্বিক রোশনের। তিনি মঞ্চ মাতাবেন আধা ঘণ্টা।
এর আগে মঞ্চে উঠবেন শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এছাড়া মঞ্চ মাতাবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে। তবে মৌয়ের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়ে যাবে বর্ণিল অনুষ্ঠান। এরপর একে একে মঞ্চে উঠবে ব্যান্ড চিরকুট ও এলআরবি, সংগীতশিল্পী মমতাজ। কে কের পরিবেশনা এরপরই। রাত ৮টায় বিসিবি সভাপতি নাজমুল হাসানের উদ্বোধনী বক্তব্যের পর মঞ্চস্থ হবে মূল আকর্ষণ জ্যাকুলিন ফার্নান্দেজ ও হৃতিক রোশনের পরিবেশনা। অনুষ্ঠান শেষ হবে লেজার শো আর আতশবাজির আলোয়। চ্যানেল নাইন পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন