বাংলাদেশে মোবাইল সিম নিবন্ধনের জন্য আঙুলের ছাপ দেওয়ার বাধ্যবাধকতা চ্যালেঞ্জ করে সরকারকে উকিল নোটিস পাঠিয়েছেন খায়রুল হাসান সরকার নামে এক ব্যক্তি।
তার যুক্তি - বায়োমেট্রিক এই তথ্য নিয়ে মানুষের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার খর্ব করা হচ্ছে।
মি হাসানের পক্ষে সরকারের টেলিযোগাযোগ সচিব, আইন সচিব এবং মোবাইল ফোন অপারেটরদের এই নোটিস পাঠিয়েছেন ব্যারিস্টার হুমায়ুন কবির।
ব্যারিস্টার কবির বিবিসিকে বলেছেন, বায়োমেট্রিক এসব তথ্য কতটা সুরক্ষিত থাকবে অথবা এগুলোর কোনও অপব্যবহার হবেনা - এসবের নিশ্চয়তা সরকার দিতে পারছে না।
নোটিসে বলা হয়েছে, এভাবে মানুষকে তার ব্যক্তিগত গোপন তথ্য দিতে বাধ্য করা দেশের আইনেরও বিরোধী।
আগামী দুদিনের মধ্যে জবাব না পেলে আদালতে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে ঐ উকিল নোটিসে।
এই উকিল নোটিস নিয়ে ঢাকায় রাস্তায় কিছু মানুষের সাথে কথা বলে আমাদের সংবাদদাতা কাদির কল্লোল মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন।
কেউ কেউ ব্যক্তিগত তথ্য দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আবার কেউ কেউ বলেছেন, অপরাধীদের মোবাইল ফোনের ব্যবহার রোধে আঙুলের ছাপ দেওয়ার এই বাধ্যবাধকতা ইতিবাচক।
ওদিকে ঢাকার সমস্ত বাড়িওয়ালা ও ভাড়াটের তথ্য পুলিশের কাছে জমা দেওয়ার এক নির্দেশের বিরুদ্ধে একজন আইনজীবী মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রীকে উকিল নোটিস পাঠিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন