বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ


asia cupImage copyrightAFP
Image captionপাকিস্তানের একটি উইকেট নেওয়ার পর উল্লসিত বাংলাদেশ দল

ঢাকায় এশিয়া কাপ ক্রিকেটের এক শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ১৩০ রানের টার্গেট দেয় পাকিস্তান।
শেষ ওভারের প্রথম বলে মাহমুদউল্লার ছক্কায় পাঁচ উইকেটে লক্ষ্য ছাড়িয়ে যায় স্বাগতিক দল।
এই জয়ের ফলে ৬ই মার্চের ফাইনালে আবারো ভারতের প্রতিপক্ষ হবে বাংলাদেশ।
১৮তম ওভারে মোহাম্মদ আমিরের বলে সাকিব আল হাসান আউট হওয়ার পর কিছুটা চাপ তৈরি হয় বাংলাদেশ দলে।
তবে নেমেই মাশরাফি মোর্তজার পর পর দুটো বাউন্ডারি এবং পরের ওভারে পাকিস্তানের বোলার মোহাম্মদ দুটো সামির দুটো নো-বলের কল্যাণে বাংলাদেশের জয় সহজ হয়ে যায়।
ওপেনার সৌম্য সরকারের ৪৮ রানের ইনিংস ছিল বাংলাদেশের জয়ের প্রধান ভিত্তি।
বোলার মুস্তাফিজুর রহমানের চোটের সুযোগে তামিম ইকবাল বাংলাদেশ দলে জায়গা পেয়েছিলেন, তবে একটি ছক্কা মেরেই তিনি আউট হয়ে যান।

আফ্রিদিImage copyrightAFP
Image captionহতাশায় মুখ ঢেকে পাকিস্তানের অধিনায়ক শাহিদ আফ্রিদি
পাকিস্তানের ইনিংস
পাকিস্তান তাদের ইনিংস শুরু করে এক পর্যায়ে আট ওভার পর মাত্র ২৮ রানে চার উইকেট হারালেও সরফরাজ আহমেদ পরিস্থিতি সামলে দেন।
সরফরাজ ৫৮ রানে অপরাজিত ছিলেন।
আল আমিন হোসেন আজও বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ছিলেন। তিনটি উইকেট পেয়েছেন তিনি।
বাংলাদেশ তাদের গত তিনটি টি-২০ ম্যাচে তাড়া করতে গিয়ে ব্যর্থ হয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে এই সাফল্য ফাইনালে নিঃসন্দেহে তাদের মনোবল বাড়াবে।

সংক্ষিপ্ত স্কোর:
 
পাকিস্তান: ২০ ওভারে ১২৯/৭ (মনজুর ১, শারজিল ১০, হাফিজ ২, সরফরাজ ৫৮, আমল ৪, মালিক ৪১, আফ্রিদি ০, আনোয়ার ১৩; আল আমিন ৩/২৫, আরাফাত ২/৩৫, তাসকিন ১/১৪, মাশরাফি ১/২৯)
 
বাংলাদেশ: ১৯.১ ওভারে ১৩১/৫ (তামিম ৭, সৌম্য ৪৮, সাব্বির ১৪, মুশফিক ১২, সাকিব ৮, মাহমুদউল্লাহ ২২*, মাশরাফি ১২*; আমির ২/২৬, মালিক ১/৩, আফ্রিদি ১/২০, ইরফান ১/২৩)
ম্যাচ সেরা:  সৌম্য সরকার (বাংলাদেশ)
পয়েন্ট তালিকা
দল
ম্যাচ
জয়
হার
পয়েন্ট
রান রেট
ভারত
+১.৪৬৭
বাংলাদেশ
+০.৪৫৮
শ্রীলঙ্কা
-০.২৯২
পাকিস্তান
-০.৪৬৪
আমিরাত
-১.২৬৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন