বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬

ধর্ষণে জন্ম নেওয়া শিশু পাবে ধর্ষকের সম্পত্তি

rapeImage copyrightThinkstock
বাংলাদেশের একটি আদালত ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুকে ধর্ষকের সম্পত্তির উত্তরাধিকার দিয়েছে।
পাশাপাশি অভিযুক্ত ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই রায় দেয়। আইনজীবীরা এই রায়কে যুগান্তকারী বলে বর্ণনা করেছেন।
দণ্ডপ্রাপ্ত যুবক তৌহিদুল আলম অবশ্য ২০০৭ সালে মামলা দায়েরে পর থেকে পলাতক। সে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ আহমেদ হাজারি বিবিসি বাংলাকে জানিয়েছেন ফেনীর শিবপুর গ্রামে ২০০৭ সালে ধর্ষণের এই ঘটনা ঘটে।
ধর্ষণের পর সে সময় অষ্টম শ্রেণীর ছাত্রীটি অন্ত:স্বত্বা হয়ে পড়ে। বিয়ের প্রতিশ্রুতি দিলেও গড়িমসি করায় মেয়েটি তৌহিদুল আলমের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে।
মামলার পরপরই ঐ যুবক বিদেশে পালিয়ে যায়।
ধর্ষণের শিকার মেয়েটি এখন কলেজে পড়ছে।
তৌহিদুলের ঔরসে জন্ম নেওয়া ছেলেটির বয়স এখন আট। তাকে পরে দত্তক দিয়ে দেয় তার কিশোরী মা।
মামলায় অন্য তিন আসামী ছিলেন তৌহিদুলের তিন আত্মীয়। তাদেরকে খালাস দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন