মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬

পঞ্চমবারের মতো ব্যালঁঅ ডি'অর জিতলেন লিওনেল মেসি

 

পঞ্চমবারের মতো ব্যালঁঅ ডি'অর জিতলেন লিওনেল মেসিImage copyrightGetty
Image captionইতিহাসের প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে পঞ্চমবারের মতো ব্যালঁঅ ডি’অর জিতলেন লিওনেল মেসি।
আর্জেন্টিনার অন্যতম ফুটবল তারকা লিওনেল মেসির মুকুটে যোগ হলো সাফল্যের আরও একটি পালক।
২০১৫ সালের বর্ষসেরা ফুটবলারের শিরোপা জয় করেছেন বার্সেলোনার এই তারকা।
ইতিহাসের প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে পঞ্চমবারের মতো ব্যালঁঅ ডি’অর জিতলেন লিওনেল মেসি।
এ বছর ব্যালঁঅ ডি’অর এর সম্ভাব্য জয়ী হিসেবে শুরু থেকেই বারবার ঘুরে-ফিরে আসছিলো মেসিরই নাম।
দুনিয়ার নামজাদা সব ফুটবল বিশ্লেষকরাও মেসির সম্ভাবনাকেই দেখছিলেন সবচেয়ে বেশি। আর হলোও তাই। এই নিয়ে পঞ্চমবারের মতন এই খেতাব পেলেন কোটি ফুটবলভক্তের প্রিয় এই খেলোয়াড়।
পঞ্চমবারের মতো ব্যালঁঅ ডি'অর জিতলেন লিওনেল মেসিImage copyrightAFP
Image captionপুরস্কার নেবার পর মেসির প্রতিক্রিয়া।
এ বছর ব্যালঁঅ ডি’অর-এর সংক্ষিপ্ত তালিকায় অন্য যে দু’জনের নাম খুব জোরে-শোরে শোনা গেছে তাদের একজন হলেন রিয়াল মাদ্রিদের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্দো, এবং অন্যজন মেসিরই সতীর্থ নেইমার জুনিয়ার।
এবারের ব্যালঁঅ ডি’অরে যেনো বার্সেলোনারই জয়-জয়কার।
একদিকে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন বার্সার লিওনেল মেসি।
অন্যদিকে বর্ষসেরা কোচ-এর পুরস্কারটাও গেছে বার্সেলোনার ঘরেই। বর্ষসেরা কোচ হিসেবে এবারের ব্যালঁঅ ডি’অর জয় করেছেন বার্সা কোচ লুই এনরিকে।
এছাড়া এই বছর বর্ষসেরা নারী ফুটবলার হিসেবে ব্যালঁঅ ডি’অর পেয়েছেন মার্কিন মিডফিল্ডার কার্লি লয়েড।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন