পাঁচই জানুয়ারির নির্বাচনের পর তার ক্ষমতা গ্রহণের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রেডিও, টিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী।
প্রায় ৩০ মিনিটের ভাষণে তিনি মূলত তার সরকারের উন্নয়নমূলক কাজগুলোর বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। সেই সাথে ছিল বিরোধীদের সমালোচনা।
শেখ হাসিনা বলেন, গত সাত বছরে তার সরকার দেশের অবকাঠামো উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছে। পদ্মা সেতুর কাজ শুরু করা, ঢাকা ও চট্টগ্রাম শহরে বিভিন্ন ফ্লাইওভার নির্মাণ এবং দেশের বিভিন্ন মহাসড়ক চার লেনে উন্নীত করার বিষয়টি তুলে ধরেন।
এছাড়া বিদ্যুতের উৎপাদন বাড়ানো এবং বিভিন্ন খাতে সরকারের গৃহীত পদক্ষেপ বর্ণনা করেন।
শেখ হাসিনা বলেন , “ বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।”
বাংলাদেশে সম্প্রতি দু’জন বিদেশী নাগরিককে হত্যার জন্য তিনি আবারো রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করেন।
শেখ হাসিনা বলেন তার সরকার যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে পিছ পা হবেনা ।
তবে ৫ই জানুয়ারির নির্বাচন নিয়ে দেশে-বিদেশ যে বিতর্ক অব্যাহত আছে সে বিষয়ে কিছু বলেননি প্রধানমন্ত্রী। বিরোধীদের দাবী অনুযায়ী আগাম নির্বাচন নিয়ে তার সরকারের কী চিন্তা রয়েছে সে বিষয়ে কোন কিছু উল্লেখ করা হয়নি প্রধানমন্ত্রীর ভাষণে।
কোন পরিস্থিতিতে ২০১৪ সালের ৫ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেটি আবারো মনে করিয়ে দিয়েছেন শেখ হাসিনা।
তিনি বলেন ৫ই জানুয়ারি নির্বাচনকে প্রতিহত করতে বিএনপি এবং জামায়াতে ইসলামী সারাদেশে সহিংসতা করেছিল। সে সময় ৩৪ দিনের সহিংসতায় ১৩৫ জন মানুষ নিহত হয়েছিল বলে তিনি মনে করিয়ে দেন। তিনি বলেন ৫৮২টি স্কুল কলেজ পুড়িয়ে দেয়া হয়েছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন