মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬

মাদায়ায় পৌঁছেছে জাতিসংঘের খাদ্যবাহী কনভয়

 

madaya_aidImage copyrightAFP
Image captionঅনাহারে বিদ্রোহী নিয়ন্ত্রিত মাদায়ায় মারা গেছেন কয়েকজন
সিরিয়ার অবরুদ্ধ শহর মাদায়ায় মাসখানেকের খাবার, ওষুধ এবং শীতের কাপড় নিয়ে পৌঁছেছে জাতিসংঘের ত্রাণবাহী কনভয়।
গত বছরের অক্টোবর থেকে সরকারি বাহিনীর অবরোধের মুখে ৪০ হাজার মানুষের এই শহর মাদায়ায় খাদ্য সঙ্কট চরমে পৌঁছেছে।
অনাহারে বিদ্রোহী নিয়ন্ত্রিত ঐ শহরে কিছু লোক মারাও গেছে বলে খবর বেরিয়েছে।
জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, মাদায়ায় পৌঁছে তারা অপুষ্টিতে ভোগা অভুক্ত শিশুদের দেখতে পেয়েছেন।
মাদায়া ছাড়াও সিরিয়ার সরকারি বাহিনী নিয়ন্ত্রিত আরো দুটি শহরে জাতিসংঘের ত্রাণ বিতরণ করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন