হাইড্রোজেন বোমার একটি সফল পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়া।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত তথ্য অনুযায়ী বুধবার সকালেই ওই পরীক্ষা চালানো হয়েছে।
দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় একটি এলাকায় যেখানে ওই পরীক্ষা চালানো হয়েছে ওই অঞ্চল জুড়ে ৫.১ মাত্রার ভূ-কম্পন অনুভূত হওয়ার পর দেশটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ওই ঘোষণা দেয়া হয়।
ঘোষণাটি নিশ্চিত হলে এটি হবে ২০০৬ এর পর চতুর্থ পরমাণু বোমার বিস্ফোরণ।
তবে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর এই প্রথম দাবি করলো উত্তর কোরিয়া।
যদিও নিরপেক্ষ কোন সূত্র থেকে এটি নিশ্চিত করা যায়নি।
এ ধরনের বোমা সাধারণ পারমাণবিক বোমার চেয়ে অনেক গুন বেশি শক্তিশালী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন