মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখার পর কাল বৃহস্পতিবার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামি।
আপিল বিভাগের রায় ঘোষণার পরপরই ই-মেইলে পাঠানো এক যুক্ত বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. শফিকুর রহমান।
দলটির ঘোষণা অনুযায়ী কাল সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে তারা।
ওই বিবৃতিতে তারা দাবি করেন যে ‘মি. নিজামী ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন’।
পাশাপাশি দলের পক্ষ থেকে বলা হয়েছে যে মি. নিজামী উচ্চ আদালতে রিভিউ আবেদন করবেন।
তারা বলেন, “ রিভিউ আবেদনে ন্যায়বিচার নিশ্চিত হলে মাওলানা নিজামী অবশ্যই বেকসুর খালাস পাবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি”।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন