পর্যটন কেন্দ্র দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউ মন্দির প্রাঙ্গণে রাসমেলা উপলক্ষ্যে আয়োজিত যাত্রার প্যান্ডেলে বোমা হামলায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
মানবাধিকার ও আইন সহায়তা কাজ এই কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিবৃতিতে শনিবার এই উদ্বেগ প্রকাশ করা হয়।
এতে বলা হয়, “কারা এবং কেন এ হামলা চালিয়েছে সে ব্যাপারে এখনও তেমন কিছু জানা যায়নি। কিন্তু দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষিতে এ ঘটনা অবধারিতভাবেই জনমনে আরও নিরাপত্তাহীনতা তৈরি করবে।”
রাসমেলা উপলক্ষে কান্তজিউ মন্দির প্রাঙ্গণে আয়োজিত ওই যাত্রা প্যান্ডেলে শনিবার প্রথম প্রহরে বোমা হামলা হয়, যাতে নয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতদের মধ্যে ছয়জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রাত পৌনে ১টার দিকে মন্দিরের বাইরে ‘ভোলানাথ অপেরা যাত্রাপালা’র প্যান্ডেলে দুর্বৃত্তরা পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটালে বন্ধ হয়ে যায় মেলা।
আসকের বিবৃতিতে বলা হয়, “যাত্রাপালায় হামলার ঘটনা এর আগেও ঘটেছে। সে অভিজ্ঞতা থেকে বলা যায়-এ ধরনের ঘটনা আমাদের আবহমান বাঙালি সংস্কৃতির প্রতি মারাত্মক হুমকি সৃষ্টি করবে।”
বোমা হামলায় জড়িতদের খুঁজে বের করে যথাযথ আইনী পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানায় আসক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন