বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

'পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে'

 
    pak_statement
১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির প্রসঙ্গ টেনে পাকিস্তান যা বলছে,তা ইতিহাস বিকৃতি: সেক্টর কমান্ডার্স ফোরাম

১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যা ও নিপীড়ন নিয়ে পাকিস্তান মিথ্যাচার করছে, এবং সেজন্য দেশটি বাংলাদেশের কাছে ক্ষমা না চাইলে, তাদের সাথে সব ধরণের সম্পর্ক, বিশেষ করে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি জানিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম।
সোমবার ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় সেক্টর কমান্ডার্স ফোরাম।
সোমবার বাংলাদেশর কূটনীতিকে ডেকে পাঠিয়ে পাকিস্তান সরকার বলেছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুদ্ধাপরাধের সাথে পাকিস্তানের জড়িত থাকার যেসব কথা বলা হচ্ছে সেটাও তারা প্রত্যাখ্যান করছে।
সংস্থার মহাসচিব হারুন হাবিব বিবিসি বাংলাকে বলেন, পাকিস্তান যা বলছে, তা পরিপূর্ণ মিথ্যাচার।
কারণ, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির প্রসঙ্গ টেনে পাকিস্তান যা বলছে, তাকে ইতিহাস বিকৃতি বলে অভিহিত করেন মি. হাবিব।
এছাড়া পাকিস্তান ক্রমাগত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে যাচ্ছে, যা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত।
মানবতাবিরোধী অপরাধে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকরের ঘটনার সমালোচনা করে পাকিস্তানের বিবৃতির পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঢাকায় পাকিস্তানি হাই কমিশনারকে তলব করার হয়। bbc

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন