বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

তিমি শিকারে জাপানি ফ্লিট, আদালতকে বৃদ্ধাঙ্গুলি

 

    whaling                 জাপানের শিমোনোসেকি বন্দরে অপেক্ষায় তিমি শিকারের ফ্লিট      
          
দি হেগের আন্তর্জাতিক আদালতের রুলিং অগ্রাহ্য করে, তিমি শিকারে রওয়ানা হয়েছে জাপানের একগুচ্ছ জাহাজ।
হারপুন-সজ্জিত তিনটি ছোট ছোট ট্রলার নিয়ে ৮০০০ টন ক্ষমতাসম্পন্ন একটি জাহাজ জাপানের শিমোনোসেকি বন্দর থেকে আজ (মঙ্গলবার) রওয়ানা হয়েছে।
মার্চ পর্যন্ত এই শিকার চলবে।
জাপান অবশ্য বলছে, আদালতের সিদ্ধান্ত তারা আমলে নিয়েছে এবং এ বছর মাত্র ৩৩৩টি তিমি শিকার করা হবে, যেটা গত বছরের এক-তৃতীয়াংশ।
জাপানী মৎস্য বিভাগে বলছে, এই তিমি শিকার শুধুই গবেষণার স্বার্থে।
কিন্তু গবেষণার জন্য তিমি শিকারের এই যুক্তি ২০১৪ সালে খারিজ করে দেয় দি হেগের আন্তর্জাতিক আদালত।
তিমি শিকারকে বেআইনি ঘোষণা করা হয়। কিন্তু স্পষ্টতই জাপান তা অগ্রাহ্য করছে।
তিমিআন্দোলনকারিদের দাবি গবেষণা নয়, জাপানের তিমি শিকার বানিজ্যিক                

তিমি শিকার সবসময়ই একটি স্পর্শকাতর ইস্যু।
শিকার বিরোধীরা বলেন, তিমি স্তন্যপায়ী প্রাণী এবং হারপুন দিয়ে যে কায়দায় বিশাল এই সামুদ্রিক প্রাণীকে শিকার করা হয় তা নৃশংস এবং অমানবিক।
বিশ্বজুড়ে তীব্র আন্দোলনে মুখে, তিমি শিকারে আন্তর্জাতিক সংস্থা আইডব্লিউসি ১৯৮৫/৮৬ সাল থেকে তিমি শিকার স্থগিত করে।
কিন্তু গবেষণার যুক্তিতে জাপান তা অগ্রাহ্য করে আসছে।
জাপান গবেষণার যুক্তি দিলেও, আন্দোলনকারীরা বিভিন্ন তথ্য প্রমাণ দিয়েছেন তিমির মাংস খাবার টেবিলেই যাচ্ছে।
জাপান ছাড়াও নরওয়ে তিমি শিকারের ওপর নিষেধাজ্ঞা নিয়ে খুশি নয়। bbc

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন