সিগারেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো আফ্রিকার দেশগুলোতে দুর্নীতি এবং ঘুষ লেনদেনের সাথে জড়িত বলে প্রমাণ পেয়েছে বিবিসি।
এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে প্রতিষ্ঠানটি সরকারের ধূমপান বিরোধী আইন প্রণয়ন প্রভাবিত করতে এবং বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বীদের চাপে রাখতে পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে রাজনীতিবিদ ও সরকারী কর্মকর্তাদেরকে ঘুষ দেয়।সম্প্রতি একজন গোপন তথ্য ফাঁসকারী প্রতিষ্ঠানটির এ সংক্রান্ত শত শত গোপন দলিল ফাঁস করে দিয়েছেন।
ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো অবশ্য এই অভিযোগকে প্রতিশোধমূলক আখ্যা দিয়ে বলছে তারা কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেয় না।
প্রতিষ্ঠানটি ব্রিটেনের পঞ্চম বৃহৎ কোম্পানি। bbc
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন