বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

আইএস যোগাযোগ প্রমাণ করলে পদত্যাগ: এরদোয়ান

 
    erdogan                 তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান           
     
জঙ্গি গোষ্ঠী আইএসের কাছ থেকে তেল কেনার অভিযোগ প্রমাণের জন্য রাশিয়াকে চ্যালেঞ্জ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, প্রমাণ করতে পারলে পদত্যাগ করবেন তিনি।
তুরস্কের গুলিতে যুদ্ধ বিমান খোয়ানোর পর থেকে রুশ প্রেসিডেন্ট পুতিন ক্রমাগত বলছেন, তেল চোরাচালানের রুট নিরাপদ রাখতেই আঙ্কারা রুশ বিমানে গুলি চালায়।
কয়েকদিন অপেক্ষার পর সোমবার রাতে ক্রোধে ফেটে পড়েন তুরস্কের প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনার কাছে কোনো প্রমাণ থাকলে তা দেখান ... আমরা অপেক্ষা করছি।"
প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, আইএসের কাছ থেকে তুরস্কের তেল কেনার প্রমাণ দিতে পারলে, তিনি পদত্যাগ করবেন।
একইসাথে তিনি বলেন, প্রমাণ করতে ব্যার্থ হলে প্রেসিডেন্ট পুতিনেরও পদত্যাগ করা উচিৎ।
রাশিয়া তুরস্কের দ্বিতীয় শীর্ষ বাণিজ্যিক সহযোগী দেশ। গত কয়েক বছরে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ হু হু করে বেড়েছে।
কিন্তু গত সপ্তাহে সিরিয়া সীমান্তে তুরস্কের গুলিতে রুশ যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পর, দু-দেশের সম্পর্ক চরম সঙ্কটে পড়েছে। ক্রদ্ধ রাশিয়া তুরস্কের ওপর নানামুখী নিষেধাজ্ঞা আরোপ করেছে।
তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগুলু বলছেন, রাশিয়া এখন সিরিয়ার সঙ্কটকে রুশ-তুরস্ক সঙ্কটে রূপ দেওয়ার চেষ্টা করছে।
প্যারিসে তুরস্কের প্রেসিডেন্টের সাথে এক বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ওবামা নিজেদের বিরোধ মিটিয়ে "অভিন্ন শত্রুর" দিকে নজর দেওয়ার জন্য রাশিয়া এবং তুরস্কের প্রতি আবেদন করেছেন। bbc

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন