একজন সশস্ত্র ভারতীয় সেনা। ফাইলছবি: রয়টার্স
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে একটি সেনা ক্যাম্পে হামলার ঘটনায় হামলাকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন হামলাকারী ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল সোয়া ৬টা থেকে পরবর্তী পাঁচ ঘণ্টা বন্দুকযুদ্ধ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ভোরে তিন থেকে চার হামলাকারী তাঙ্গধর সেনা ব্যাটেলিয়ন সদরদপ্তরে পেছন দিক থেকে হামলা চালায়। হামলায় আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড লঞ্চার ব্যবহার করে তারা।
এই এলাকাটি আঞ্চলিক রাজধানী শ্রীনগর থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। ঘাঁটিটিতে ৮০ জন সেনা ছিলেন।
হামলায় ক্যাম্পের কয়েকটি যানবাহন ও ব্যারাক ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানা গেছে।
রয়টার্সকে একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীরা তাঙ্গধর ক্যাম্পের বেড়া কেটে ভিতরে প্রবেশ করেছে।
তিনি বলেন, “এটি একটি পরিকল্পিত হামলা বলে মনে হচ্ছে।”
নামপ্রকাশে অনিচ্ছুক ওই সেনা কর্মকর্তা আরো জানান, তিন সশস্ত্র হামলাকারী ও এক বেসামরিক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ওই বেসামরিক ব্যক্তি সেনা ঘাঁটিটিতে কাজ করতেন।
হামলাকারীরা একে-৪৭ রাইফেল নিয়ে অফিসার্স মেসের ভেতরে অবস্থান নেয় এবং একটি ট্যাঙ্ক উড়িয়ে দেয়। এতে একব্যক্তি আহত হয়েছেন।
গেল সপ্তাহে এই এলাকাটি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে কুপওয়ারা এলাকায় সন্ত্রাসবিরোধী এক অভিযান চলাকালে কথিত সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ৩৮ বছর বয়সী সেনা কর্নেল সন্তোষ মাহাদিক নিহত হন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন