বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

'সন্ত্রাসের সহযোগীরা' পিঠে ছুরি মেরেছে: পুতিন

 
    turkey_russia_aircraft
তুরস্ক-সিরিয়া সীমান্তে একটি রুশ এসইউ-২৪ যুদ্ধবিমানকে তুরস্ক গুলি করে ভূপাতিত করার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর তীব্র নিন্দা করে বলেছেন 'সন্ত্রাসীদের সহযোগীরা আমাদের পিঠে ছুরি মেরেছে'।
রাশিয়া আরো বলেছে, এ ঘটনার পরিণতি হবে 'গুরুতর'।
তুরস্ক বলছে, রুশ সুখোই-২৪ যুদ্ধবিমানটি তুর্কী আকাশসীমা লংঘন করছে বলে বার বার সতর্কবার্তা দেবার পরই সেটিকে গুলি করে নামানো হয়।
কিন্তু মি. পুতিন বলেন, রুশ বিমানটি সিরিয়ার আকাশসীমার মধ্যেই ছিল।
russian_jet_turkey_                            
সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায় জ্বলন্ত বিমানটি সিরিয়ার ভেতরে একটি পাহাড়ি এলাকায় পড়ছে। বিমানটির দুজন পাইলট বেরিয়ে আসতে সক্ষম হয়।
তবে পরে আল-আরাবিয়া নামে একটি টিভি চ্যানেলের ভিডিওতে দেখা যায়, একজন কথিত পাইলটের হেলমেটবিহীন মৃতদেহের চারপাশ ঘিরে কয়েকজন সশস্ত্র লোক দাঁড়িয়ে আছে এবং ইসলামী শ্লোগান দিচ্ছে।
মস্কো বলছে, তাদের বিমানটি সিরিয়ার আকাশসীমার বাইরে কখনোই যায় নি এবং তুরস্কের আকাশসীমায় ঢোকে নি, এবং তারা তা প্রমাণ করতে পারবে।
মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, বিমানটি হয়তো কয়েক সেকেন্ডের জন্য তুরির্ক আকাশসীমার ভেতরে ছিল।
turkey_downs_syrian_jet_                 বিধ্বস্ত রুশ বিমানটি মাটিতে পড়ছে                
ক্রেমলিনের একজন কর্মকর্তা বলেছেন, এটি একটি অত্যন্ত গুরুতর ঘটনা। রাশিয়া আরো বলছে, বিমানটিকে গুলি করা হয়েছে আকাশ থেকে নয়, বরং মাটি থেকে।
তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান এ নিয়ে সামরিক ও গোয়েন্দা প্রধানদের সাথে এক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু এ ঘটনার ব্যাপারে নেটো, মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং সংশ্লিষ্ট অন্য দেশগুলোর সাথে পরামর্শ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
কিচুক্ষণ আগে পাওয়া খবরে জানা যায়, নেটো জোট তুরস্কের অনুরোধে এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছে।
turkey_downs_syrian_jet_                 রুশ যুদ্ধবিমান সুখোই-২৪                
টিভির সংবাদচিত্রে দেখা যায় যে জ্বলন্ত এসইউ২৪ বিমানটি নিচে পড়ে যাচ্ছে, এবং দুজন পাইলট প্যারাশুট দিয়ে মাটিতে নেমে আসছে।
বিমানটির পাইলটদের একজন সিরিয়ায় তুর্কমেন বাহিনীর জিম্মায় আছে বলে এক অসমর্থিত খবর পাওয়া গেছে।
সিরিয়ার ভূখন্ডের ভেতরে লাটাকিয়ার একটি গ্রামে বিধ্বস্ত হয় বিমানটি। bbc

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন