মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫

ঢাকায় ইতালিয় নাগরিককে হত্যার 'দাবি করছে' আইএস

bbc

                 ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ গতকাল এ তথ্য জানায়।
ইসলামিক স্টেট সামাজিক যোগাযোগের মাধ্যমে 'দাবি করছে' তারা ৫০ বছর বয়সী ইতালিয়ান নাগরিককে হত্যা করেছে।
এদিকে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারি করে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ও গতকাল এমন এ তথ্য জানায়।
সোমবার সন্ধ্যায় বাংলাদেশের রাজধানী ঢাকার কূটনৈতিক এলাকায় তাভেলা চেজারে নামে ঐ ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এদিকে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে আইএসের দায় স্বীকারের যে সংবাদ আসছে সে সম্পর্কে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন, “ এ ধরনের কোন তথ্য প্রমাণ আমরা পাইনি। বাংলাদেশের মানুষ জঙ্গিদের প্রশ্রয় দেয় না। এ ধরনের সংগঠন যখনি সক্রিয় হ্ওয়ার চেষ্টা করেছে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে ফেলেছে ” ।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন বাংলাদেশে তাদের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তারা বলছে তাদের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে যে পশ্চিমা স্বার্থ লক্ষ্যবস্তু হতে পারে।
bbc bangla

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন