মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫

চেজারে হত্যাকাণ্ড বিচ্ছিন্ন কিন্তু পূর্ব-পরিকল্পিত : স্বরাষ্ট্রমন্ত্রী

    

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
ঢাকায় ইটালি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় দু:খ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন ঘটনাটি ‘বিচ্ছিন্ন’ কিন্তু ‘পূর্ব-পরিকল্পিত’ বলেই মনে করছেন তারা ।
আজ ঢাকায় সাংবাদিকদের তিনি বলেন ঘটনাটি পরিকল্পিত এবং এর পেছনে রহস্য রয়েছে বলেই তাদের ধারণা।
তিনি বলেন “ আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে । ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করা হবে ”।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফরের সাথে এ হত্যাকাণ্ডের ঘটনার কোন যোগসূত্র নেই।
যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ তাদের নাগরিকদের জন্যে যে সতর্কবার্তা দিয়েছে সে সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তাদের জন্যে নিরাপত্তামূলক সব ব্যবস্থা নেয়া হয়েছে।
গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আইএস র দায় স্বীকারের যে সংবাদ আসছে সে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “ এ ধরনের কোন তথ্য প্রমাণ আমরা পাইনি। বাংলাদেশের মানুষ জঙ্গিদের প্রশ্রয় দেয়না । এ ধরনের সংগঠন যখনি সক্রিয় হওয়ার চেষ্টা করেছে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে ফেলেছে ” ।
সোমবার সন্ধ্যায় গুলশানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তাভেলা চেজারে।
মি. চেজারে নেদারল্যান্ডস-ভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের ঢাকা অফিসে কাজ করতেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন