হজের সময় ভিড়ের চাপে মিনায় নিহত ২৬ জন বাংলাদেশীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশের হজ অফিস।
এছাড়া আরও ৩৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে নিখোজ এখনো কতজন রয়েছেন সে সম্পর্কে কোন তথ্য তিনি দিতে পারেননি।
ওদিকে সউদি আরবে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বলছেন ভিড়ে চাপা পড়ে নিহতদের আরো 'বেশ কিছু' ছবি বাংলাদেশের কর্মকর্তাদের হাতে দিয়েছে সউদি কর্তৃপক্ষ, যাদের মধ্যে কেউ বাংলাদেশী আছেন কিনা তা এখন পরীক্ষা করা হচ্ছে।
সবশেষ যে ছবিগুলো সউদি কর্তৃপক্ষ দিয়েছে - সেগুলো এখন নিখোঁজ ব্যক্তিদের তথ্যের সাথে মিলিয়ে দেখা হচ্ছে।
তারা জানান দূতাবাসের মেডিকেল টিম বিভিন্ন হাসপাতালে গিয়ে নিখোঁজ হাজিদের ব্যাপারে তথ্য সংগ্রহ করছে।
গত বৃহস্পতিবার মক্কার নিকটবর্তী মিনায় হজ্জের সময় শয়তানকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে যাওয়ার পথে হুড়োহুড়িতে সাড়ে সাতশোরও বেশি মানুষ নিহত হয়।
bbc bangla
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন