ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরে গরু চুরির সন্দেহে একজন মাদ্রাসার প্রধান শিক্ষককে হত্যার প্রতিবাদে স্থানীয় মুসলিম সংগঠনগুলো আজ হরতাল ডেকেছে।
সেইসাথে তারা কংগ্রেসের নেতৃত্বাধীন মণিপুর সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছে বলে সংবাদদাতারা বলছেন।হামলাকারীদের গ্রেপ্তারের দাবিকে বিক্ষোভ দেখিয়েছে এলাকার মুসলিম সংগঠনগুলো।
ইমফল জেলার একটি মাদ্রাসার প্রধান শিক্ষক পঞ্চাশোর্ধ মোহাম্মদ হাসমাদ আলীকে একটি বাছুর চুরির অভিযোগে পিটিয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ উঠেছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সরকারি একটি মাদ্রাসার প্রধান শিক্ষক পঞ্চাশোর্ধ মোহাম্মদ হাসমাদ আলীর মরদেহ সোমবার সকলে পড়ে থাকতে দেখেন গ্রামবাসী।
পুলিশ জানিয়েছে, মিস্টার আলীর বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে তার মরদেহ পাওয়া যায়। খবরে বলা হচ্ছে, মিস্টার আলীকে হত্যার পর হামলাকারীদের একজনের বাড়িতে আগুন ধরিয়ে দেযা হয়েছে।
২০১১ সালের জরিপ বলছে, মনিপুরের মোট জনসংখ্যার ৮ দশমিক ৩২ শতাংশ মুসলিম। সম্প্রতি উত্তর প্রদেশে গরুর মাংস খাওয়ার গুজবে পিটিয়ে হত্যা করা হয়।
তবে মিযোরামে গরুর মাংস খাওয়া নিয়ে কোনও বিতর্ক শোনা যায়নি। সেখানে গরুর মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞাও নেই। bbc
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন