শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫

আশুলিয়ায় পুলিশ হত্যার ঘটনায় মামলা, বিভিন্ন স্থানে তল্লাশি

 
    নিহত পুলিশ সদস্য মুকুল হোসেন   
             
বাংলাদেশের আশুলিয়ায় পুলিশের একটি তল্লাশি চৌকিতে অতর্কিত হামলা চালিয়ে একজন কনস্টেবলকে হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
আশুলিয়া থানার পুলিশ গতকাল রাতে এই মামলা দায়ের করে। এছাড়া হামলার ঘটনার বিস্তারিত তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।
ঘটনার পর থেকে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
হামলাকারীদের শনাক্ত করতে আশুলিয়ার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে মোটরবাইকে তল্লাশি চালানো হচ্ছে।
আশুলিয়া শিল্প এলাকায় গতকাল সকাল আটটার দিকে একটি চেকপোস্টে তল্লাশি শুরু করার জন্য শিল্প পুলিশের পাঁচজন সদস্য প্রস্তুতি নিচ্ছিলেন।
এমন সময় ছুরি, চাপাতি নিয়ে একদল দুষ্কৃতকারী পুলিশ সদস্যদের ওপর অতর্কিত আক্রমণ করে। তারা কজন পুলিশ সদস্যকে কুপিয়ে এবং এলোপাতাড়ি গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পরে পুলিশের একজন সদস্য মারা যান।
ঢাকার গাবতলী এলাকায় তল্লাশির সময় দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে একজন পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনার দু’সপ্তাহের মধ্যেই আশুলিয়ায় পুলিশের ওপর হামলায় হতাহতের ঘটনা ঘটলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন