বাংলাদেশের ঢাকায় ইতালীয় নাগরিক চেজারে তাভেলা হত্যাকান্ডে সন্দেহভাজন হিসেবে এম এ মতিন নামে এক ব্যক্তিকে যশোরের বেনাপোলে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
এই হত্যাকান্ডের জন্য আব্দুল কাইয়ুম নামে বিএনপি'র যে নেতাকে সরকার সন্দেহ করছে, আটক মিস্টার মতিন তারই ভাই।গতকাল রাতে বেনাপোলে তাকে আটকের পর আজ ঢাকায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশের সদস্যরা।
আজ তাকে আদালতে হাজির করা কথা রয়েছে।
বিদেশী নাগরিক হত্যার ঘটনায় বিএনপির নেতা আব্দুল কাইয়ুম এর বিরুদ্ধে অভিযোগ আনেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
তবে তা প্রত্যাখ্যান করে বিএনপি নেতা ও সাবেক কমিশনার আব্দুল কাইয়ুম কাইয়ুম অজ্ঞাত স্থান থেকে বিবিসির ঢাকা অফিসে ফোন করে বলেন, সরকার তাকে এবং বিএনপিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হত্যাকান্ডের সাথে জড়াতে চাইছে।
বেশ কিছুদিন আগেই তার ভাইকে ধরে নিয়ে যাওয়া হয় বলেও মিঃ কাইয়ুম সেসময় অভিযোগ করেছিলেন।
তিনি বলেন, “আমার ছোট ভাইকে গত ১৯ তারিখে নিয়ে গেছে। এলাকার আরও কয়েকজনকে নিয়ে গেছে। বিভিন্ন ভাবে শুনছিলাম যে আমাকে জড়াবে। আমার ভাই-এর দোষ নেই। আমিও বাইরে, বিভিন্ন মামলা আছে।”
তিনি দেশের বাইরে অসুস্থ বলেও জানান।
গত ২৮শে সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকায় ইতালির নাগরিক চেজার তাভেলা খুনের ঘটনায় এর আগে সন্দেহভাজন আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। bbc
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন