রুশ এ্যাথলেটদের মধ্যে ব্যাপকহারে নিষিদ্ধ শক্তিবর্ধক ওষুধের ব্যবহার রয়েছে, একটি তদন্ত রিপোর্টের এই বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে।
বিশ্ব এ্যাথলেটিক্স ফেডারেশন বা আইএএএফের এই রিপোর্টের প্রতিবাদ করেছে ক্রেমলিন অর্থাৎ রুশ প্রেসিডেন্টের অফিস।প্রেসিডেন্ট পুতিনের একজন মুখপাত্র বলেছেন, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এই ধরনের কথাবার্তা গ্রহণযোগ্য নয়।
আইএএএফ প্রেসিডেন্ট এ সপ্তাহের মধ্যে রাশিয়াকে এসব অভিযোগের জবাব দিতে বলেছেন।
আপাতদৃষ্টিতে রুশ ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রেমলিনের যে দুটি প্রতিক্রিয়া পাওয়া গেছে তার সুরে একটা ভিন্নতা দেখা যাচ্ছে।
রুশ ক্রীড়া মন্ত্রণালয় বলেছে, তারা ডোপিংএর বিরুদ্ধে লড়াইয়ে পুরোপুরি অঙ্গীকারবদ্ধ এবং বিশ্ব এন্টি ডোপিং এজেন্সি বা ওয়াডা-র সাথে আরো ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে।
রাশিয়ার এ্যাথলেটিকস ফেডারেশনর প্রধান বলেছেন, এই সমস্যা সম্পর্কে তারা সচেতন, এবং খেলাটিকে পরিচ্ছন্ন করার জন্য তারা কাজ করছে।
ক্রীড়া মন্ত্রণালয় বলছে, তাদের বিশেষজ্ঞরা এখন এটি ভালো করে পড়ে দেখছেন, এবং ওয়াডা যে কাজ করছে তা রাশিয়ার এন্টি-ডোপিং কর্মসূচিকে আরো নিখুঁত করার জন্য সহায়ক হবে।
তবে রিপোর্টে এটাও বলা হয়েছিল যে, রাশিয়ায় ক্রীড়াবিদদের মধ্যে ডোপিং বা অবৈধ শক্তিবর্ধক ওষুধ সেবনের ব্যাপারটি রীতিমত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাচ্ছে, এবং এর সাথে এমনকি গুপ্তচর সংস্থাগুলোও জড়িত।
কিন্তু ক্রেমলিন যে প্রতিক্রিয়া জানিয়েছে তাতে তারা এসব অভিযোগকে ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, দাবির পক্ষে যথাযথ প্রমাণের অভাব আছে এবং প্রমাণ পেশ না করা পর্যন্ত এসব অভিযোগ মেনে নেয়া কঠিন। ।
মস্কো থেকে বিবিসির সংবাদদাতা বলছেন, মন্ত্রণালয়ের বিবৃতিতেও - এসব অনিয়মে সরকারের থাকার কথা অস্বীকার করা হয়েছে।
তবে তাদের কথায় একটা সহযোগিতার সুর আছে - তারা বলছে এ্যাথলেটিকসে প্রতারণা ঠেকাতে তারা বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতায় ইচ্ছুক।
এর কারণ সম্ভবত এটাই - যেন আগামী অলিম্পিকে রাশিয়ার এ্যাথলেটদের অংশগ্রহণের ওপর কোন নিষেধাজ্ঞা আরোপ হওয়াটা ঠেকানো যায়।
কারণ রাশিয়া বরাবরই এ্যাথলেটিকসে ভালো করেছে, এবং অলিম্পিকে নিষিদ্ধ হওয়াটা হবে এক বিরাট আঘাত। bbc
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন