ইটালির এক শিল্পীর আঁকা নগ্ন নারীর একটি ছবি এযাবৎ কালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে।
নিউ ইয়র্কে ওঠা নিলামে এই পেইন্টিংটি বিক্রি হয়েছে ১৭০ মিলিয়ন ডলারে।চীনের একজন সংগ্রাহক শিল্পী মদিগ্লিয়ানির আঁকা ‘আধশোয়া নগ্নিতা’ নামের এই ছবিটি কিনেছেন।
এই ছবিটি এর আগে কখনও নিলামে ওঠেনি। গত ৬০ বছর ধরে এটা ছিলো একজন ব্যক্তিগত সংগ্রহকারীর কাছে।
ছবি বিক্রির ইতিহাসে যে পেইন্টিংটি সবচে বেশি দামে বিক্রি হয়েছে সেটা হলো পিকাসোর আঁকা একটি ছবি, যার দাম ছিলো ১৭৯ মিলিয়ন ডলার।
‘আধশোয়া নগ্নিতা’ ছবিটি আঁকা হয়েছিলো ১৯১৭ থেকে ১৯১৮ সালের মধ্যে।
নিলাম শুরু হওয়ার আগে ধারণা হয়েছিলো ছবিটি শত মিলিয়ন ডলারে বিক্রি হতে পারে।
অর্ধ-ডজনেরও বেশি ক্রেতা এই ছবিটি কিনতে চেয়েছিলেন। শ্বাসরুদ্ধকর ৯ মিনিটে ওই ছবিটি বিক্রি হয়েছে।
ছবিটিতে দেখা যাচ্ছে একজন নগ্ন নারী হেলান দেওয়ার মতো করে শুয়ে আছেন। তার মাথার নিচে একটি নীল রঙের কুশন।
প্রায় একশো বছর আগে এই ছবিটি যখন প্রদর্শনীতে আনা হয়েছিলো তখন ছবিটিকে ঘিরে একটা স্ক্যান্ডাল ছড়িয়ে পড়েছিলো।
ইতালির এই শিল্পীর ছবি ছাড়াও আরো তিরিশটির মতো পেইন্টিংস উঠেছিলো নিলামে।
মদিগ্লিয়ানির ছবিটি এতো দামে বিক্রি হলেও ৩০ ভাগের মতো ছবি বিক্রি হয়নি।
সবচে দামী পাঁচটি ছবির তালিকা:
১. পাবলো পিকাসোর Les femmes d'Alger, ১৯৫৫ সালে, $১৭৯,৩৬৪,৯৯২
২. আমেন্দো মদিগ্লিয়ানি, ১৯১৭-১৯১৮ সালে, $১৭০,৪০৫,০০০
৩. ফ্রান্সিস ব্যাকন, Three Studies of Lucien Freud, ১৯৬৯ সালে, $১৪২,৪০৪,৯৯২
৪. আলবার্তো গিয়াচোমেত্তি, L'homme au doigt, ১৯৪৭ সালে, $১৪১,২৮৪,৯৯২
৫. এডভার্ড মাঞ্চ, The Scream, ১৯৮৫ সালে, $১১৯,৯২২,৪৯৬
bbc
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন