সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫

বেদনা ভারাক্রান্ত এই দিনে বাংলাদেশকে ধন্যবাদ

 
                     বাংলাদেশের বহু ফেসবুক ব্যবহারকারীকে দেখা যাচ্ছে ফরাসীদের প্রতি সহানুভূতিস্বরূপ তাদের প্রোফাইল ছবি ফ্রান্সের পতাকার রঙে রাঙাতে।    
             
প্যারিসে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হবার ঘটনায় ফরাসীদের পাশে থাকবার জন্য বাংলাদেশকে ধন্যবাদ দিয়েছে ফ্রান্স।
ঢাকায় ফরাসী দূতাবাসের ওয়েবসাইটে আজ প্রকাশ করা এক বার্তায় রাষ্ট্রদূত সোফি অবার্ট বলেছেন, 'বাংলাদেশকে এবং ফ্রান্সের যত বন্ধু আছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি দু:খ ভারাক্রান্ত এই দিনে আমাদের পাশে থাকবার জন্য'।
বার্তায় আরো বলা হয়, 'ফ্রান্সের হৃদয় আজ ব্যথিত কিন্তু ফ্রান্স দুর্বল নয়। আমরা সন্ত্রাসবাদের কাছে পরাস্ত হব না'।
সারা পৃথিবীর মানুষই এখন ফরাসীদের প্রতি সমবেদনা জানাচ্ছে।
                 যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সিটি হলে রঙিন আলো ফেলে ফুটিয়ে তোলা হয় ফ্রান্সের পতাকা।                 
গতকাল পৃথিবীর বেশীরভাগ প্রধান শহরের বড় বড় স্থাপনাতেই দেখা গেছে ফ্রান্সের পতাকার আদলে আলোকসজ্জা করা হয়েছে।
বাংলাদেশেও অনেক মানুষ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে ফ্রান্সের প্রতি সমবেদনা দিয়ে।
অনেকেই ফেসবুকের প্রোফাইল ছবি রাঙিয়েছেন ফ্রান্সের পতাকার রঙে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই ফরাসী নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে সমবেদনা জানিয়েছেন এবং সন্ত্রাসের বিরুদ্ধে তাদের লড়াইয়ে পাশে থাকবার অঙ্গীকার করেছেন। bbc

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন