শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫

পশ্চিম গোলার্ধের তীব্রতম ঘুর্ণিঝড় প্যাট্রিসিয়া

 
                               
পশ্চিম গোলার্ধের এ যাবত কালের সবচেয়ে শক্তিশালী ঘুর্ণিঝড় ‘প্যাট্রিসিয়া’ এখন মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে।
এই হারিকেনের তীব্রতা নির্ধারণ করা হয়েছে ‘ক্যাটাগরি ফাইভ।’ এর আওতায় বাতাসের গতি এখন ঘন্টায় দুশো মাইল বা ৩২৫ কিলোমিটারের বেশি।
বিশ্ব আবহাওয়া সংস্থার মুখপাত্র ক্লেয়ার নালিস বলছেন, এই ঘুর্ণিঝড়ের বাতাসের গতি এতটাই তীব্র যে তা একটি বিমানকে আকাশে তুলে উড়ন্ত অবস্থায় রেখে দিতে পারে।
যুক্তরাষ্ট্রের হারিকেন সেন্টার বলছে, প্যাট্রিসিয়া খুবই ভয়ংকর এবং পূর্ব প্রশান্ত মহাসাগর বা আটলান্টিকে এরকম তীব্র মাত্রার ঘুর্ণিঝড়ের নজির আর নেই।
ঘুর্ণিঝড়ের আশংকায় মেক্সিকোর কর্তৃপক্ষ উপকূল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিতে শুরু করেছে। তিনটি রাজ্যে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে।
হারিকেন প্যাট্রিসিয়াকে তুলনা করা হচ্ছে টাইফুন হাইয়ানের সঙ্গে যা ২০১৩ সালে ফিলিপাইনে আঘাত হেনেছিল। ঐ ঘুর্ণিঝড়ে মারা গিয়েছিল ছয় হাজারের বেশি মানুষ। bbc

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন