সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫

'সর্বোচ্চ নিরাপত্তার' আশ্বাস, কিন্তু সিদ্ধান্ত নেবে অস্ট্রেলিয়াই

   

                 অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর এখনো অনিশ্চিত
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনিশ্চিত হয়ে পড়ার পর আজ ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের সর্বোচ্চ মাত্রার নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে দলের খেলোয়াড়দের যাত্রা পিছিয়ে দেয়ার পর অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের পাঠানো নিরাপত্তা কর্মকর্তারা বাংলাদেশের মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা বলছেন, অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরটি এখন পুরোপুরি নির্ভর করবে সে দেশের বোর্ডের সিদ্ধান্তের ওপর।
দুটো টেস্ট ম্যাচের এক সিরিজ খেলার জন্যে বিশ্ব ক্রিকেটের অন্যতম প্রধান শক্তি অস্ট্রেলিয়ার ঢাকায় এসে পৌঁছুনোর কথা ছিল আজই। কিন্তু বাংলাদেশে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, সে দেশের সরকারের কাছে এমন তথ্য থাকার কারণে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া দল বিমানেই চাপেনি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সফরটির যাত্রা-সুচি পিছিয়ে দেয়ার কথা বলে ঢাকায় পাঠানো হয় তাদের নিরাপত্তা প্রধান শন ক্যারলকে। গতকাল বেশ কয়েকটি নিরাপত্তা সংস্থার সঙ্গে তিনি বৈঠক করেন।
আজ তিনি আলোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে। ঐ বৈঠকের পর মি. কামাল বিবিসিকে বলেন যে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে সব ধরণের নিরাপত্তা দেয়া হবে বলে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়াকে আশ্বস্ত করেছেন।
মন্ত্রী বলেন, অতীতে টি২০ বিশ্বকাপ সহ বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টের সময় দেয়া নিরাপত্তার কথা তাদের বলা হয়েছে।
"এখন বাংলাদেশে পূর্ণ শান্তি আছে, কোন রকম টেররিস্ট এ্যাটাকের সম্ভাবনা নেই নেই। আমরা নিরাপত্তা ব্যবস্থার স্তরগুলোও বিস্তারিত তাদের দেখিয়েছি, হোটেল থেকে শুরু করে মাঠ পর্যন্ত। এ্যাম্বুলেন্স থাকবে, প্রয়োজনে হেলিকপ্টার দেয়া হবে।"
২০১৪ সালে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়েও অনিশ্চয়তা তৈরী হয়েছিল নিরাপত্তা ইস্যুতে।
সে সময়ে কয়েকটি দলের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়টি তোলার পর বাংলাদেশ পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেয় এবং টুর্নামেন্টটি কোন ঝামেলা ছাড়াই শেষ হয়েছিল। ঠিক একই মাত্রার নিরাপত্তা দেয়ার যে আশ্বাস অস্ট্রেলিয়াকে দেয়া হল, তা-কে কি সর্বোচ্চ মাত্রার নিরাপত্তা বলা যাবে?
এই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তাই করেছি। ভিভিআইপি নিরাপত্তা , টি২০র সময়কার নিরাপত্তার চাইতেও বেশি নিরাপত্তা আমরা দেবো। আমরা তাদের বলেছি আক্রমণের আশংকা সম্পূর্ণ অমূলক।
"আমরা তাদের বলেছি, আপনাদের যেটা সিদ্ধান্ত তা পরিবর্তন করে আপনারা খেলবেন বলে আমরা আশা করি " - বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নির্ভয়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ আসাদুজ্জামান খান কামাল জানালেও অস্ট্রেলিয়া ঠিক কী করবে, তা নির্ভর করছে শন ক্যারলের রিপোর্টের ওপর। মি. ক্যারল নিরাপত্তা সংস্থাগুলোর কাছ থেকে ধারণা পাওয়ার পাশাপাশি আজকের বৈঠকে পুলিশ ও র‍্যাবের পক্ষ থেকেও নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে তথ্য পেয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান বিবিসি বাংলাকে জানান, সফরের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত আসবে অস্ট্রেলিয়া থেকেই।
ক্রিকেট অস্ট্রেলিয়া আগে বলেছিল যে দলের সবার নিরাপত্তা নিশ্চিত করতেই যাত্রা পিছিয়ে দেয়া হয়েছে। সফরটি হবে কি না, সে সম্পর্কে এখনো কিছু বলা না হলেও বোর্ডের একজন নির্বাহী মহাব্যবস্থাপক প্যাট হাওয়ার্ড নিশ্চিত করেছেন যে মঙ্গলবারে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বিমানে টিকেট এরই মধ্যে বুক করে রাখা হয়েছে।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন