সৌদি আরবে বাংলাদেশী কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার হজ্জের সময় ভিড়ের চাপে যারা নিহত হয়েছেন তাদের আরো ছবি কর্মকর্তাদের কাছে আসছে। সেখানে বাংলাদেশি কেউ আছেন কিনা সেটা সনাক্ত করার চেষ্টা করছেন তারা।
হজ্জের সময় মক্কার কাছে মিনায শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের জন্য যাবার পথে ভিড়ির চাপে সাড়ে সাতশোরও বেশি হজ্জযাত্রী নিহত হন। এই ঘটনায় এখন পর্যন্ত ৩ জন বাংলাদেশী নিহত হ্ওয়ার খবর নিশ্চিত করা গেছে।
সউদি আরবে বাংলাদেশের হজ্জ কাউন্সিলার আসাদুজ্জামান বিবিসি বাংলাকে জানান, আর কোন বাংলাদেশীর মৃতদেহ এখন পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয় নি, তবে নিহতদের সনাক্ত করার প্রক্রিয়া এখনো চলছে।
মি. আসাদুজ্জামান বলেন, প্রথমে ৬৭০ জনের মতো নিহতের ছবি বাংলাদেশের কর্মকর্তাদের দেখানো হলে, তার মধ্যে বাংলাদেশী হতে পারেন এমন ৯০ জনের ছবি তারা নিয়েছিলেন। সে ছবি দেখে নিখোজ হাজিদের আত্মীয়স্বজন বা সঙ্গীরা সনাক্ত করার চেষ্টা করেছেন।
আজ আরো নতুন ছবি দেয়া হচ্ছে বলে জানান তিনি।
হজ্জ কাউন্সিলর আসাদুজ্জামান আরো জানান, নতুন ছবি প্রকাশ করা হলেই বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধি বা নিখোঁজ লোকদের আত্মীয়স্বজন সেন্ট্রাল মর্গে গিয়ে খোঁজ নিচ্ছেন। এভাবেই সনাক্ত করার কাজ চলছে।
সউদি কর্তৃপক্ষ এ জন্য নিখোঁজদের আত্মীয়স্বজনদেরও সেখানে য়ুকতে দিচ্ছেন - যাতে তারা নিজেরাই সনাক্ত করতে পারেন।
"আজ একজন বাংলাদেশী সেন্ট্রাল মর্গে - যেখানে সব ছবি রিলিজ করা হয়েছে - সেখানে গিয়ে তার নিখোঁজ মায়ের ছবি সনাক্ত করার চেষ্টা করেছেন - কিন্তু তিনি বলেছেন তার মায়ের ছবি সেখানে পান নি।"
"সউদি কর্তৃপক্ষ হজ্জের সময় যারা নিহত হয়েছেন তাদের কতজন কোন দেশের তা এখনো জানান নি। সে কারণেই আমরা এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে পারছি না।"
মি. আসাদুজ্জামান বলেন, ভিড়ের চাপে আহত হওয়া বাংলাদেশী হজযাত্রীরা যারা হাসপাতাল হয়েছেন - তাদের চিকিৎসা চলছে। এটা সম্পূর্ণই সউদি কর্তৃপক্ষ দেখছেন বলে তিনি জানান।
যারা সুস্থ হয়ে উঠেছেন তাদের একা বা সঙ্গীসহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে । এ ব্যাপারে তাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানান বাংলাদেশ দূতাবাসের এই কর্মকর্তা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন