সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫

মক্কায় নিহতদের আরো ছবি বাংলাদেশী কর্মকর্তাদের হাতে

    saudi hajj                 হজ্জের সময় ভিড়ে চাপা পড়ে নিহত হন মোট ৭৬৯ জন।                 

মক্কায় হজ্জের সময় ভিড়ে চাপা পড়ে নিহতদের আরো 'বেশ কিছু' ছবি বাংলাদেশের কর্মকর্তাদের হাতে দিয়েছে সউদি কর্তৃপক্ষ, যাদের মধ্যে কেউ বাংলাদেশী আছেন কিনা তা এখন পরীক্ষা করা হচ্ছে।
জেদ্দা থেকে বাংলাদেশের কনসাল জেনারেল শহিদুল করিম ফোনে বিবিসি বাংলাকে এ কথা জানিয়েছেন।
এ পর্যন্ত ওই ঘটনায় তিনজন বাংলাদেশীর মৃত্যৃ নিশ্চিত করা হয়েছে। এছাড়া মোট ৯৮ জন বাংলাদেশী হজযাত্রী নিখোঁজ রয়েছেন বলে আত্মীয়স্বজন ও অন্যান্য সূত্রের খবর অনুযায়ী নিশ্চিত করছেন সউদি আরবে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা।
শহিদুল করিম বিবিসি বাংলাকে জানান, নতুন করে আর কোন বাংলাদেশী হজ্জযাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করা যায় নি। তবে সবশেষ যে ছবিগুলো সউদি কর্তৃপক্ষ দিয়েছে - সেগুলো এখন নিখোঁজ ব্যক্তিদের তথ্যের সাথে মিলিয়ে দেখা হচ্ছে।
নিখোঁজ বাংলাদেশি হাজিদের পরিবারের মানুষরা এখনো দিন কাটাচ্ছেন চরম উৎকন্ঠার মধ্যে।
সউদি আরবে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বলছেন, তাদের মেডিকেল টিম বিভিন্ন হাসপাতালে গিয়ে নিখোঁজ হাজিদের ব্যাপারে তথ্য সংগ্রহ করছে।
গত বৃহস্পতিবার মক্কার নিকটবর্তী মিনায় হজ্জের সময় শয়তানকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে যাওয়ার পথে হুড়োহুড়িতে সাড়ে সাতশোরও বেশি মানুষ নিহত হয়।
bbc bangla

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন