বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

রোনালদোর মূর্তির গায়ে ‘মেসি’ লিখে দিল দুর্বৃত্তরা


Image copyrightTwitter
Image captionমাদেরিয়ায় ক্রিশ্চিয়ানো রোনালদোর ব্রোঞ্জ মূর্তিটির এই হাল করেছে দুর্বৃত্তরা। ছবিটি কয়েক ঘন্টা আগে নিজের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছেন ফরাসি ফুটবল সাংবাদিক নিকোলা ভিলা।
রেয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি ব্রোঞ্জ মূর্তির পিঠে বার্সেলোনা তারকা লিওনেল মেসির নাম ও জার্সি নম্বর লিখে দিয়েছে একদল দুর্বৃত্ত।
রোনালদোর নিজ শহর পর্তুগালের মাদেরিয়া শহরে ২০১৪ সালের ডিসেম্বর মাসে এই প্রমাণ আকারের ব্রোঞ্জ মূর্তিটি স্থাপন করা হয়।
সোমবার রাতে ফিফার বর্ষসেরা ফুটবলার বা ব্যালন ডি অর পুরষ্কার জেতেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ও বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি।
ওই পুরষ্কারের দৌড়ে ক্রিস্টিয়ানো রোনালদোও ছিলেন এবং জরিপে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন।
Image copyrightEPA
Image captionনিজের ব্রোঞ্জ মূর্তির পাশে ক্রিশ্চিয়ানো রোনালদো: ফাইল চিত্র
এর পরেই দেখা যায় মাদেরিয়ায় রোনালদোর ওই মূর্তিটির পিঠে কে বা কারা লাল কালিতে ইংরেজিতে ‘মেসি’ এবং তার নিচে ‘১০’ সংখ্যাটি লিখে রেখেছে।
উল্লেখ্য, বার্সেলোনা এবং আর্জেন্টিনা দলে লিওনেল মেসি ১০ সংখ্যা-ধারী জার্সি পরিধান করেন।
খবরে জানা যাচ্ছে, ঘটনাটি মাদেরিয়ার কর্তৃপক্ষের নজরে আসবার পরে বুধবারই মূর্তিটির পেছন থেকে এই লেখাগুলো মুছে ফেলা হয়েছে।
কিন্তু এরই মধ্যে ব্যাপারটি রোনালদো ভক্তদের মনে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন