আপনি অফিসে কাজ করার সময় যদি অনলাইনে চ্যাট করেন বা ব্যক্তিগত ইমেইল ব্যবহার করেন, তাহলে সেখানে আপনি কী লিখছেন সেটা আপনার বসের দেখার অধিকার রয়েছে।
এ নিয়ে ইওরোপের মানবাধিকার আদালতে এক মামালায় মঙ্গলবার বিচারকরা এই রায় দিয়েছেন।
রায়ে বলা হয়েছে, অফিসের কাজের সময় কোন কর্মীর পাঠানো ইয়াহু মেসেঞ্জারে কী বার্তা রয়েছে সেটা পড়ার অধিকার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার রয়েছে।
আদালত বলেছে, কাজের সময় ব্যক্তিগত মেসেঞ্জার ব্যবহার করলে ঐ কর্মী অফিসের নিয়মকানুন ভঙ্গ করছেন বলেই ধরে নিতে হবে।
এবং অফিসের দায়িত্ব হচ্ছে তিনি ঠিকমত কাজ করছেন কি না তা দেখা।
ব্রিটেনসহ যে সব দেশ মানবাধিকার সংক্রান্ত ইওরোপীয় সনদে সই করেছে সে সব দেশে এই রায় প্রযোজ্য হবে।
রোমানিয়ার একজন এঞ্জিনিয়ার ইওরোপীয় আদালতে এই মামলা দায়ের করে আর্জি জানিয়েছিলেন যে তার গোপন চিঠিপত্র পড়ার অধিকার যে অফিসের নেই, আদালত যেন তার পক্ষে রায় দেয়।
এই ব্যক্তি ইয়াহু মেসেঞ্জারকে তার ব্যক্তিগত এবং অফিসের কাজে ব্যবহার করতেন।
বিচারকরা বলছেন, যেহেতু তিনি দুধরনের কাজেই ইয়াহু ব্যবহার করেন, তাই অফিস যদি তার মেসেজগুলো খুরে দেখে তাহলে তারা কোন ভুল করেনি।
২০০৭ সালে ঐ এঞ্জিনিয়ারকে চাকরীচ্যুত করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন