মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

রেয়াল মাদ্রিদের নতুন ম্যানেজার জিনেদিন জিদান

 

zidaneImage copyrightGetty
Image captionরেয়াল মাদ্রিদেরই সাবেক খেলোয়াড় জিনেদিন জিদান
স্প্যানিশ ক্লাব রেয়াল মাদ্রিদের নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ফরাসী তারকা জিনেদিন জিদানকে।
মাত্র সাত মাস বার্নব্যুর দায়িত্বে থাকার পর রেয়াল মাদ্রিদের ম্যানেজার পদ থেকে রাফায়েল বেনিতেজকে পদচ্যুত করে দায়িত্ব পুর্নবন্টন করা হলো।
৫৫ বছর বয়সী স্প্যানিয়ার্ড বেনিতেজকে রেয়ালের একটি বোর্ড মিটিংয়ের পর দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়।
এরপরই রেয়ালের বি দলের কোচ জিনেদিন জিদানকে মূল দলের কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়।
রেয়াল মাদ্রিদেরই সাবেক খেলোয়াড় জিদান বলেন, "সবকিছু যাতে ঠিকভাবে চলে, সেজন্যে আমি আমার হৃদয় এবং আত্মার সবটুকুই এই দায়িত্বের পেছনে ব্যয় করব।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন