যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র কেনার সময় ক্রেতার সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহসহ আরো কয়েকটি ব্যবস্থা নেয়ার বিধান করছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
হোয়াইট হাউজ এই পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেছে যা মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন প্রেসিডেন্ট ওবামা। তবে দেশটির কংগ্রেস এসব ব্যবস্থার বিরোধিতা করছে।
এই আইনের ফলে যেসব বিক্রেতারা অনলাইন কিংবা অস্ত্র প্রদর্শনীতে অস্ত্র বিক্রি করবেন তাদেরকে ক্রেতাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে বাধ্য করা হবে।
অস্ত্রের সমর্থকরা এধরণের যেকোন আইনের বিরুদ্ধে।
মি. ওবামা বলছেন, তার আইনগত কর্তৃত্বের সীমার মধ্যে থেকেই তিনি এসব ব্যবস্থা নিচ্ছেন এবং এটি মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনের সাথে সামঞ্জস্যপূর্ণ। দ্বিতীয় সংশোধনীতে মার্কিন নাগরিকদের অস্ত্র বহনের অধিকার দেয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন