ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর
প্রায় একযুগ আগে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতাদের সাজা বহাল রেখেছে হাইকোর্ট।
নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্তদের আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন।
২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর নেতা মুফতি আব্দুল হান্নান, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল এবং দেলোয়ার হোসেন ওরফে রিপনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এই তিনজনের ডেথ রেফারেন্সের শুনানি হয়েছে।
একই রায়ে হান্নানের ভাই মহিবুল্লাহ ওরফে মজিবুর রহমান এবং মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দালকে যাবজ্জীবন দেয়া হয়।
পাঁচ দণ্ডপ্রাপ্তই তাদের রায়ের বিরুদ্ধে আপিল করেন। সবাই বর্তমানে কারাগারে রয়েছে।
২০০৪ সালের ২১ মে সিলেটে শাহজালাল মাজার প্রাঙ্গণে তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা হয়। ঘটনাস্থলেই পুলিশের একজন কর্মকর্তা মারা যান, আহত আরো দুজন পরে হাসপাতালে মারা যান।
মি. চৌধুরীসহ সেই হামলায় আহত হয়েছিলেন আরো অন্তত ৪০জন।
পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামী করে মামলা করে। ২০০৭ সালের ৭ জুন অভিযোগপত্র দেয় পুলিশ।
৫৬ জনের সাক্ষগ্রহণ শেষে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন।
এ বছর ৬ জানুয়ারি হাইকোর্টে মামলার আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন