শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬

মৃত্যুর কাছে হেরে গেলেন তিনি


Image copyrightIndian Army
Image captionআট ফিট তুষারের নীচে চাপা পড়েছিলেন ল্যান্স নায়েক থানামানথাপ্পা
কাশ্মীরের তুষার ধসের পর আটফিট বরফের নীচে ছয়দিন ধরে লড়াই করে বেঁচে থাকা ভারতীয় সৈনিক হানামানথাপ্পা কোপ্পাদ অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন।
নিউমোনিয়া আর হাইপোথার্মিয়ায় আক্রান্ত এই ল্যান্স নায়েককে সোমবার উদ্ধার করা হয়।
ছয় হাজার মিটার উপরে সিয়াচেন হিমবাহের ওই ধসে অন্তত আট মিটার গভীর তুষারে নীচে আরো নয়জন সৈনিকের সঙ্গে তিনিও চাপা পড়েন। বাকি নয়জন নিহত হয়েছে।
বুধবার হঠাৎ নেমে আসা ধ্বসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ওই চৌকিটি পুরোপুরি তুষারের নীচে চলে যায়।
সিয়াচেন হিমবাহ বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র বলে পরিচিত। এই জায়গার দাবি করছে ভারত ও পাকিস্তান, উভয় দেশ।
ফলে এখানে দুই দেশের সৈন্যরাই টহল দেয়।
গতমাসেও আরেকটি তুষার ধসে চারজন ভারতীয় সৈনিক নিহত হয়েছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন