এটিএম বুথে জালিয়াতির ঘটনায় একজন বিদেশি নাগরিকসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিদেশি নাগরিক পোল্যান্ডের পাসপোর্টধারী বলে জানা যাচ্ছে।
একই ঘটনায় সিটি ব্যাংকের তিন কর্মকর্তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান নবগঠিত কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ডিআইজি মনিরুল ইসলাম।
তিনি বলেন, আটক হওয়া তিন কর্মকর্তা ব্যাংকের কার্ড ডিভিশনে কাজ করতেন।
মি. ইসলাম বলেন, রোববার রাতে রাজধানীর গুলশান ও অন্যান্য এলাকা থেকে ঐ চারজনকে গ্রেপ্তার করা হয়।
এখন তাদের আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য রিম্যান্ড চাওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
সম্প্রতি বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক এবং সিটি ব্যাংকসহ ঢাকার বেশ ক'টি বাণিজ্যিক ব্যাংকের এটিএম বুথে ক্লোন কার্ড ব্যবহার করে অর্থ উত্তোলনের ঘটনা ঘটেছে।
এতে অন্তত ১০০০ গ্রাহক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যাংকগুলো বলছে।
কয়েকদিন আগে পুলিশ বলেছিল, ঢাকায় এটিএম বুথগুলোতে কার্ড জালিয়াতির মাধ্যমে টাকা ওঠানোর সাথে পূর্ব ইউরোপের কয়েকজন নাগরিক জড়িত রয়েছে।
তারা পুলিশের নজরদারিতে রয়েছেন, এবং তাদের ঘিরেই তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছিল পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন