বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

অস্ত্র ক্রয়ে বিধিনিষেধ ঘোষণা করতে গিয়ে কাঁদলেন ওবামা

 

obamaImage copyrightAFP
Image captionঅস্ত্র সহিংসতার কথা বর্ণনা করতে গিয়ে কেঁদে ফেলেন প্রেসিডেন্ট বারাক ওবামা
যুক্তরাষ্ট্রে অস্ত্র ক্রয়ে কিছু নতুন বিধিনিষেধের বিস্তারিত প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউজে এই ঘোষণা দিতে গিয়ে আবেগতাড়িত মি. ওবামা বলেন, অস্ত্র নিয়ন্ত্রণে 'নিষ্ক্রিয়তার জন্য অব্যাহতভাবে অজুহাত' দেয়া বন্ধ করতে হবে।
নির্বাহী আদেশে এই ব্যবস্থা নিচ্ছেন মি. ওবামা, যার কেন্দ্রবিন্দুতে থাকবে ক্রেতা সম্পর্কে বিস্তারিত তথ্য নেয়া বা 'ব্যাকগ্রাউন্ড চেক'।
কংগ্রেসের অনুমোদন ছাড়াই এসব ব্যবস্থার অধিকাংশ নেয়া সম্ভব হবে।
"এজন্যেই আমরা এখানে এসেছি। শেষ বন্দুক হামলার বিষয়ে কিছু করতে নয়, বরং পরবর্তী হামলার বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য" বলেন মি. ওবামা।
তিনি বলেন "অস্ত্রের পক্ষের তদবিরকারীরা (গান লবি) হয়তো এখন কংগ্রেসকে জিম্মি করে রেখেছে, তবে তারা আমেরিকাকে জিম্মি করতে পারবে না"।
মি. ওবামা যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তাকে ঘিরে ছিলেন বিভিন্ন হামলার ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিরা এবং নিহতদের আত্মীয়-স্বজন।
শিকাগোসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে গত কয়েক বছরে ঘটে যাওয়া গণহারে গুলির ঘটনার কথা স্মরণ করেন মার্কিন প্রেসিডেন্ট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন