তুরস্কের পুলিশ বলছে, এজিয়েন সাগরের উপকূল থেকে তারা শিশুসহ অন্তত ১৭ জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে।
সমুদ্র পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার সময় তাদের নৌকা ডুবে গেলে মৃতদেহগুলো ভাসতে ভাসতে তীরে এসে পৌঁছেছে।
বলা হচ্ছে, দুটো নৌকাতে করে তারা গ্রিসের লেসবস দ্বীপে যাওয়ার চেষ্টা করছিলেন এবং খারাপ আবহাওয়ার কারণে একসময় দুটো নৌকাই উত্তাল সমুদ্রে ডুবে যায়।
শীতের সময় অভিবাসীদের সাগর পার হওয়ার চেষ্টা কমে আসছে বলে ধারণা করা হলেও, এই ঘটনা থেকে এটা স্পষ্ট যে, ইউরোপে আসার জন্যে এখনও অনেকেই জীবনের ঝুঁকি নিচ্ছেন।
কেবল গত বছরই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রায় দশ লক্ষ অভিবাসী ইউরোপে ঢুকেছে। এদের বড় অংশ এসেছে তুরস্ক এবং গ্রীস হয়ে।
জাতিসংঘের হিসেব অনুযায়ী গত বছর সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে অন্তত তিন হাজার ৭৭১ জন নিহত হয়।
কর্মকর্তারা বলছেন, এই মূহুর্তে এজিয়েন সাগর খুবই উত্তাল। রাবারের ডিঙ্গি নৌকায় এই সাগর পাড়ি দেয়া খুবই বিপদজনক। কিন্তু অভিবাসীরা সেই চেষ্টাই করছেন।
যে ১৭ জন অভিবাসীর লাশ পাওয়া গেছে তাদের নৌকা পাথরে ধাক্কা খেয়ে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।
নিরাপত্তা বাহিনী কিছু লাশ উদ্ধার করেছে। লাইফবোট পরা অন্য লাশগুলো সাগরে ভাসতে দেখা যায়।
স্থানীয় একজন কর্মকর্তা বলছেন, নিহতরা সিরিয়া, ইরাক এবং আলজিরিয়ার নাগরিক বলে তারা ধারণা করছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন