Reuters
নববর্ষের উৎসবের সময় কোলন শহরে ৮০ জন মহিলার ওপর যৌন হামলার ঘটনা নিয়ে এখন তোলপাড় চলছে জার্মানিতে।
কোলনের বিখ্যাত প্রাচীন ক্যাথেড্রালের কাছে নতুন বছর উদযাপনের অনুষ্ঠানের সময় এই মহিলাদের ওপর যৌন হামলা হয়। এদের অন্তত একজনকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হচ্ছে।
মহিলাদের ওপর এরকম ব্যাপক মাত্রায় যৌন হামলার এই ঘটনায় জার্মানির মানুষ স্তম্ভিত।
বলা হচ্ছে প্রায় এক হাজার পুরুষ একযোগে সুপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। এদের বেশিরভাগই বয়সে তরুণ। পুলিশ বলছে, হামলাকারিদের বেশিরভাগই আরব বা উত্তর আফ্রিকান বংশোদ্ভূত বলে মনে করা হচ্ছে।
পুলিশ জানায়, মাতাল অবস্থায় এরা একযোগে মেয়েদের টার্গেট করে এই হামলা চালায়।
জার্মানির অভিবাসন বিরোধী গোষ্ঠীগুলো এই ঘটনার জন্য রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের দায়ী করছে।
কিন্তু এখন পর্যন্ত এমন কোন প্রমাণ নেই যে এ ঘটনার সঙ্গে জার্মানিতে বিপুল সংখ্যায় আসা আশ্রয়প্রার্থীদের কোন সম্পর্ক আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন