বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

ভারতীয় স্কুল বালকের এক হাজার রানের বিশ্ব রেকর্ড

Image copyrightBCCI
Image captionবিশ্বরেকর্ড করার পর প্রনভ ধনাওয়াড়েকে কাঁধে নিয়ে উল্লাস

ক্রিকেটে এক ইনিংসে এক হাজারের বেশি রান তুলে নয়া বিশ্ব রেকর্ড করেছে এক ভারতীয় কিশোর।
পনের বছর বয়সী প্রনভ ধনাওয়াড়ে মুম্বাইর স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে ১ হাজার ৯ রান করে আগের বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন ।
ক্রিকেটের কোন ইনিংসে এর আগে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ১৮৯৯ সালে আর্থার কলিন্সের করা। তিনি করেছিলেন ৬২৮ রান।
মুম্বাই স্কুল ক্রিকেটে প্রণভ ধনাওয়াড়ে খেলেন কেসি গান্ধী স্কুলের হয়ে। মঙ্গলবার তাদের দল আরিয়া গুরুকুল স্কুলের বিপক্ষে ১ হাজার ৪৬৫ রান তুলে ইনিংস ঘোষণা করে।ধনাওয়াড়ে একাই করেন ১ হাজার ৯ রান।
 Image copyrightPranav Dhanawade
Image captionবিস্ময় বালক প্রনভ ধনাওয়াড়ে (ডানে)

তার এই ইনিংসে ধনাওয়াড়ে ৫৯টি ছক্কা এবং ১২৭টি চার মেরেছেন।
মুম্বাই স্কুল ক্রিকেট ভারতের সবচেয়ে নামকরা স্কুল ক্রিকেট টুর্ণামেন্টগুলোর একটি।
ভারতের ক্রিকেট কিংবদন্তী সচীন তেন্ডুলকার থেকে শুরু করে বর্তমান ভারতীয় ওপেনার রোহিত শর্মা- অনেকেই এই টুর্ণামেন্ট খেলেই তৈরি হয়েছেন।
ভারতের হিন্দুস্থান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে প্রনভ ধনাওয়াড়ে বলেন, “যখন খেলা শুরু করেছিলাম তখন ভাবিনি আমি এরকম একটা রেকর্ড করবো। রেকর্ড করার লক্ষ্য আমার ছিল না। আমি আমার সহজাত খেলাটা খেলেছি।”
প্রনভ ধনাওয়াড়ের এই রেকর্ড হৈ চৈ ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সচীন তেন্ডুলকার তাকে টুইটারে অভিনন্দন জানিয়ে বলেছেন, তোমাকে আরও অনেক উচুঁতে উঠতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন