বাংলাদেশের ফেনী জেলায় পুলিশ বলছে, স্থানীয় একটি জেলে পল্লীতে হামলার ঘটনাকে কেন্দ্র মামলায় অভিযুক্তদের ছয়জনকে তারা গ্রেফতার করেছে।
ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোর্শেদ বলেন, গত মঙ্গলবার হিন্দু সম্প্রদায়ের পূজাতে আতশবাজি পুড়ানোর সময় চাঁদা দাবি করায় এই হামলার ঘটনা ঘটে।একটি দোকান ও অন্তত পাঁচটি বাড়িতে ভাংচুর করায় ফেনী সদর থানায় একটি মামলা হয়েছে।
মি: মোর্শেদ বলেন এই ঘটনার সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত ছয়জনকে আটক করেছে তারা।
পাঁচগাছিয়া উপজেলার ঐ এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানাচ্ছিলেন ঐ পুলিশ কর্মকর্তা।
হিন্দু সম্প্রদায়ের লক্ষ্মীপূজা উৎযাপনের সময় গত মঙ্গলবার রাতে মাতিয়ারা উপজেলার জেলেপাড়ায় মানুষ আতশবাজি পুড়ান।
সেখানকার একজন বাসিন্দা জওহরলাল দাশ বলছিলেন এলাকার কিছু মানুষ তাদের কাছে বাজি পুড়ানোর বিনিময়ে চাঁদা দাবি করছিলেন।
সেই চাঁদা না দেয়াতে এর পরের দিন অর্থাৎ বুধবার রাতে তাদের কয়েকটি পরিবারের ওপর হামলা হয়।
এই ঘটনায় টুলু রানী নামে একজন গর্ভবতী মহিলার শরীরে আঘাত লাগে।
পাঁচগাছিয়ার একজন মেম্বার তাজুল ইসলাম ঘটনাস্থল থেকে বিবিসিকে বলেন এই ধরণের হামলার ঘটনা আগে কখনো ঘটেনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন