বাংলাদেশে গত ২৪শে অক্টোবর আশুরার সমাবেশে বোমা হামলার ঘটনায় বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন নিহত ব্যক্তির নাম জামাল উদ্দিন এবং তার বয়স প্রায় ৫৫ বছর। আজ সকালে তিনি মারা যান।
পুলিশ বলছে তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনায় জামাল উদ্দিন গুরুতর আহত হয়েছিলেন । এনিয়ে সে ঘটনায় দুইজন মারা গেলেন।
আশুরার রাতে ঢাকার পুরনো অংশের হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় পরপর বেশ কয়েকটি বোমা হামলায় ঘটনাস্থলেই এক কিশোর নিহত হয়।
প্রথমদিন নিহত সেই কিশোর সুন্নি সম্প্রদায়ের হলেও বৃহস্পতিবার মারা যাওয়া জামাল উদ্দিন কোন সম্প্রদায়ের সেটি নিশ্চিত হওয়া যায়নি।
সেই হামলায় পঞ্চাশজনের বেশি আহত হয়েছিল। আহতদের অনেকেই চিকিৎসা নিয়ে বাড়িতে পিরে গেছেন।
আশুরার সমাবেশে বোমা হামলার ঘটনায় কারা জড়িত সে বিষয়টি এখনো পুলিশ তদন্ত করে দেখছে।
এই হামলার পেছনে মধ্যপ্রাচ্য-ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-এর সম্পৃক্ততা দাবী করা হলেও, বাংলাদেশের পুলিশ এর পেছনে কোন জঙ্গি তৎপরতার বিষয়টি নাকচ করে দিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন